রিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার দাদুরহাট বাজারের দোকান থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে চাঁদা উত্তোলন করে আসছেন শাহিন খান নামের এক ব্যক্তি।
বিষয়টি দেখার যেন কেউ নেই। এনিয়ে স্থানীয় বাসিন্দা ও ওই বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, দুধলমৌ গ্রামের ফজলে রহমান সিকদার ও তার ছেলে নুরুল ইসলাম সিকদার তাদের ক্রায়কৃত সম্পত্তিতে ২০০১ সালে দাদুরহাট নামের বাজারটি নির্মাণ করেন। যেখানে সপ্তাহের তিনদিন শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে। জমজমাট সাপ্তাহিক হাটে ব্যবসায়ীদের সুবিধার্থে ২০২১ সালে তারা (ফজলে রহমান গং) বাজারে আধাপাকা টিন সেটের চালা দিয়ে বাজার উন্নয়ন করেন। ২২ শতক জমির ওপর নির্মিত বাজার থেকে ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকনের নির্দেশে দুধলমৌ গ্রামের লতিফ খানের ছেলে শাহিন খান প্রকাশ্যে চাঁদা উত্তোলন কর আসছে। সূত্রে আরও জানা গেছে, ইউপি চেয়ারম্যান তার ঘনিষ্টজন হিসেবে পরিচিত শাহিন খানের মাধ্যমে সাপ্তাহিক হাটের তিনদিন টাকা উত্তোলন করেন।
দাদুরহাট বাজারের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সিকদার বলেন, আমাদের ক্রয়কৃত সম্পত্তির ওপর নির্মিত বাজার থেকে ইউপি চেয়ারম্যান প্রভাব দেখিয়ে তার লোকজন দিয়ে প্রকাশ্যে চাঁদা উত্তোলন করে নিচ্ছেন। তবে ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, বাজারে দক্ষিণপাশের একটি অংশ আমাদের ক্রয়কৃত সম্পত্তি। তাই সপ্তাহের তিনদিন হাট থেকে খাজনা বাবদ টাকা উত্তোলন করা হচ্ছে।