নগরীর আমির কুটির এলাকায় এক প্রতিবন্ধী তরুনী (১৭) ধর্ষণের ঘটনায় আত্মগোপনে থাকা ধর্ষক রেফাউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
শুক্রবার দুপুরে র্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থানার লেবুখালি বাজার এলাকায় বৃহস্পতিবার দিবাগত গভীররাতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রমতে, গত ১২ মে সকালে প্রতিবন্ধী তরুণীর মা তার ভাড়া বাসায় মেয়েকে রেখে কাজের জন্য বের হন। এ সুযোগে পাশ্ববর্তী পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা আবদুস সাত্তার মিয়ার ছেলে রেফাউল ইসলাম বাসায় প্রবেশ করে প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। এরমধ্যেই ওই তরুণীর মা বাসায় চলে আসলে আসামি রেফাউল দৌঁড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এ ঘটনায় নির্যাতিতা তরুণীর মা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি রেফাউল ইসলাম আত্মগোপন করে। গ্রেপ্তারকৃত ধর্ষককে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।