পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবাসিক রিলাক্স হোটেল থেকে ইদ্রিস (৫২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হোটেলের দ্বিতীয় তলার ৩২ নং রুমের ভিতর থেকে ফ্যানের সাথে রশি প্যাচানো লাশ উদ্ধার করা হয়। নেছারাবাদ থানা সূত্রে জানা যায়, উপজেলার সোহাগদল গ্রামের ৫নং ওয়ার্ডে তার বাড়ি। তিনি ওই ওয়ার্ডের মৃত আবদুর রউফের বড় ছেলে। উপজেলার মিয়ারহাটে তার টপটেন দুটি গার্মেন্টেসের দোকান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দিয়ে পোস্টমার্টেমের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হোটেলের ম্যানেজার জুয়েল বলেন, গত ২২ মে বিকেলে তার হোটেলে ওঠে দুইজনের থাকার কথা বলে তিনি একটি ডাবল রুমের বেড ভাড়া নেন ইদ্রিস। ২৩ মে সন্ধ্যার পরে তিনি রুমের ভাড়ার জন্য দরজায় নক করেন। এ সময় ভিতর থেকে কোন সাড়া না পেয়ে চলে যান। ২৪ মে (শুক্রবার) সকালে পূনরায় রুমে গিয়ে দরজায় নক করলে তখনো তিনি কোন সাড়া দিচ্ছিলেননা। এ সময় স্বজোড়ে দরজা ধাক্কা দিলে একটু ফাকা হয়ে যায়। তখন বাহির থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন ম্যানেজার।
দোকানের কর্মচারী ও পরিবার সূত্রে জানাগেছে, ইদ্রিস মিয়া গত ২২ মে রাতে দোকান থেকে বিদায় নিয়ে বের হয়েছেন। পরে গত ২৩ মে রাতে তারা ইদ্রিসের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ পেয়েছেন।
ইদ্রিসের স্ত্রী মাহমুদা জানান, ‘‘গত ২২ মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর দুইদিন পর্যন্ত রাতে বাসায় আসেনি। ২৪ মে সকালে জানতে পারি থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নেছারাবাদ পুলিশ’’।
নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ.এম শাহীন জানান, ‘‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ পোষ্টমার্টেমের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্ত চলছে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবেনা’’।