রাজধানীর শান্তিনগরে বহুতল আবাসিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৪ মে) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানায়, শান্তিনগরে একটি ১২তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।