মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ২য় বারের মতো নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২০ হাজার ৪৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন শাহাজাহান খান। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিজয়ী হয়েছেন মোঃ আবদুল কাদির ফৌজি তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৮ হাজার পাঁচশত ১৬ ভোট বেশি পেয়েছেন।
তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বিজয়ী হয়েছেন সুমাইয়া সুমি তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে -১৯ হাজার ৯ শত ৯৭ ভোট বেশি পেয়েছেন।
২১ মেয়ে ( মঙ্গলবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে অনুষ্ঠিত হয় এ নির্বাচনে (কাপ পিরিচ) প্রতীক নিয়ে শাহাজাহান খান ৪৪ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা রওনক আহমেদ অপু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৪ হাজার ৩ ভোট। অন্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল (আনারস) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১০ হাজার ৮শ ৬৫ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো: আবদুল কাদির ফৌজি (টিউবওয়েল) প্রতীক নিয়ে ২৮ হাজার সাতশত ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিম দে মধু (উড়োজাহাজ) প্রতীকে তিনি ভোট পেয়েছেন ২০ হাজার দুইশত ৭২ ভোট, অন্য প্রার্থীরা হলেন প্রিন্সিপাল মাওলানা মো: আবদুল হাকিম (চশমা) প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার পাঁচশত ৪৪ ভোট, সঞ্জয় দেবনাথ (বই) প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার সাতশত ২১ ভোট এবং জবলু তালুকদার জগলু (তালা) প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার তিনশত ৬৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়া সুমি (ফুটবল) প্রতীকে ৪২ হাজার সাতশত ০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী (কলস) প্রতীকে তিনি ভোট পেয়েছেন ২২ হাজার সাতশত ১১ ভোট। ডলি বেগম সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান (পদ্মফুল) প্রতীকে তিনি ভোট পেয়েছে ৪ হাজার সাতশত ১ ভোট। লুৎফুল নাহার (বৈদ্যুতিক পাখা) প্রতীকে তিনি ভোটে পয়েছেন ৭ হাজার ছয়শত ৫৮ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক জানান, ৬৭টি কেন্দ্রের ৪৭০টি ভোট কক্ষে মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫শত ৫৫ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন বলে জানিয়েছে। ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে রাজনগর উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৪৩.৪৯%। তিনি আরো জানান ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ২ য় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন সহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।