ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ৫ বছর আগে। রাজনৈতিক মারপ্যাচ আর কূটচালে আটকে ছিল ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন। অনেক ক্ষতি হয়ে গেল মুক্তিযোদ্ধাদের জন্য ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ৩ তলা এই ভবনটির। ভবনের সুখ ভোগ করার স্বপ্ন নিয়েই ইতোমধ্যে পরপারে পাড়ি দিয়েছেন অনেক মুক্তিযোদ্ধা। ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সবকিছুকে পেছনে ফেলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বাধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন। এ সময় ওঁর সাথে ছিলেন ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া, সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড. আবদুর রাশেদ ও আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী। কমপ্লেক্সটি উদ্বোধনের খবরে স্বস্থির হাসি হাসছেন জীবিত মুক্তিযোদ্ধারা। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও ইউএনও অফিস সূত্র জানায়, স্বাধীনতার ৪৭/৪৮ বছর পর সরাইলে মুক্তিযোদ্ধাদের জন্য ১ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সরকার ১ টি ৪ তলা ফাউন্ডেশনের তৃতীয়তলা ভবন নির্মাণ করেন। ভবনটির নীচতলা ও দ্বিতীয়তলায় ১২ টি দোকান ও তৃতীয় তলায় একটি হলরূম নির্মিত হয়। সেখানেই অফিস কক্ষ করা হয়েছে কমান্ডার ও ডেপুটি কমান্ডারের। ২০১৮ খ্রিষ্টাব্দের ২৪ শে সেপ্টেম্বর ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। ইউএনও ছিলেন উম্মে ইসরাত। ওই বছরের শেষের দিকে কাজটি শেষ হয়। তৎকালীন ইউএনও ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি এম মুসার কাছে ভবনটি হস্তান্তর করেন ঠিকাদার। বারবার চেষ্টা করেও রাজনৈতিক মারপ্যাচ ও কূটচালের কারণে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেননি ইউএনও। দেখতে দেখতে পাঁচ বছরে তিনজন ইউএনও বদলি হয়ে গেলেও ভবনটি উদ্বোধন করতে পারেননি কেউই। দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় ভবনের ফার্ণিশার্স কম্পিউটার সহ অন্যান্য মূল্যবান মালামাল নষ্ট হয়েছে। ময়লা আর বালুর স্তুপ পড়েছে প্রতিটি কক্ষে। ভবনের প্রধান ফটক ও চারিদিকের খালি জায়গাকে মানুষ মলত্যাগ করে ময়লার ভাগাড় বানিয়েছিল। ক্ষোভে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ভবনটি উদ্বোধনের জন্য অগণিত বার উপজেলা আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি আলোচনা করেছেন। কোন প্রতিকার পাননি। ভবনটিতে ওঠে সভা সেমিনার করা, আড্ডা মারার স্বপ্ন দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন অনেক মুক্তিযোদ্ধা। তাদের স্বপ্ন আর পূরণ হয়নি। এ বিষয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় এ বছরের ৩ ফেব্রƒয়ারি “সরাইলের মুক্তিযোদ্ধার কমপ্লেক্সটি উদ্বোধন হবে কবে?” ২০২৩ খ্রিষ্টাব্দের ১০ জুন “সরাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ফটকের সামনে বাজার, তিন দিকে ময়লার ভাগাড়” ও ২০২২ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি “তিন বছরেও উদ্বোধন হয়নি সরাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স” শিরোনামে পর্যায়ক্রমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অবশেষে ৫ বছরেরও অধিক সময় পর বৃহস্পতিবার অনেক প্রতিক্ষিত ওই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন। বিষয়টিকে ঘিরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিল স্বস্থির আনন্দ উৎসাহ ও উদ্দীপনা। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কমান্ডার মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, গত ২৯ এপ্রিল-ই উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে উপজেলা নির্বাচনের কারণে আর হয়ে ওঠেনি। গতকাল মাননীয় এমপি মহোদয় ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আমরা ভবনটি স্থানীয় মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য উম্মূক্ত করে দেয়া হয়েছে। সরকারী নিয়মে চলবে এটির ব্যবহার। প্রসঙ্গত: এর আগে সকালে দিকে এমপি সরাইল সদরের কুট্রাপাড়া এলাকায় মুক্তিযোদ্ধাদের নামে নির্মিত কয়েকটি সড়কের উদ্বোধন করেছেন।