নিজের জীবনের নিরাপত্তা নিয়ে কখনো ভাবতেন না ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কোনো প্রটোকল ছাড়াই চলাফেলা করতেন তিনি। রাত ১টা, ২টা নেই যখন যেখানে প্রয়োজন তিনি ছুটে যেতেন। একা মোটর সাইকেলে ঘুরে বেড়াতেন। ওনার মতো একজন এমপিকে খুব সহজেই কালীগঞ্জের মাটিতে খুন করা যেত। কিন্তু ভারতে গিয়ে ওনাকে কেন হত্যা করতে হবে? এমন নৃশংস ভাবে একটা মানুষকে হত্যা করা সহজ নয়। আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে বা দলীয় কোন্দলে যদি হত্যা করা হয়ে থাকে অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহে আনারের অফিসের সামনে বসে কথাগুলো বলছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন।
তার দাবি- ভারতের লোকজন এ হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকতে পারে। কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল রোডে অবস্থিত এমপির কার্যালয়ে এই আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
আইয়ুব হোসেন বলেন, আনারের মতো জনপ্রিয় নেতাকে এমন নৃশংসভাবে হত্যা করা হবে, তার লাশটা এখনো আমরা পাচ্ছি না, এটা অনেক দুঃখজনক। তার লাশটা এখনো পাচ্ছে না কেন। এতদিন লাগবে কেন। দ্রুত তার লাশটি কালীগঞ্জের মাটিতে চাই। এই আনার কয়েক হাজার মানুষের জানাজা পড়েছেন। এমনও দিন গেছে ৫-৬ জনের জানাজায় শরিক হয়েছেন। যদি তিনি সত্যিই মারা গিয়ে থাকেন তাহলে তার লাশটা কালীগঞ্জের মাটিতে দেখতে চাই এবং আমরা তার জানাজা পড়তে চাই।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বুধবার (২২ মে) তাকে হত্যা করা হয়েছে খবর শোনার পর পুরো কালীগঞ্জ উপজেলাজুড়ে চলছে শোকের মাতম।
এমপি আনোয়ারুল আজিম আনারের জন্ম ১৯৬৮ সালের ৩ জানুয়ারি। তিনি পেশায় ব্যবসায়ী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসন থেকে তিন বার (২০১৪, ২০১৮ ও ২০২৪) নির্বাচিত আনার একজন ক্রীড়া সংগঠক এবং এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ছিলেন।
সরেজমিনে দেখা যায়, এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই দলীয় নেতাকর্মীরা এমপির কার্যালয় ও তার বাসভনের সামনে এসে জড়ো হয়েছেন। আজও একই চিত্র দেখা গেছে। নেতাকর্মীদের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সবাই জানতে চাইছে কেন আনার খুন হলেন। ভারতে গিয়ে হত্যা কেউ মেনে নিতে পারছে না। নেতাকর্মীসহ সবার মাঝে হতাশা বিরাজ করছে।