বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৯ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২৩-২৯ মে ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫-১৬ বছরের সকল শিশুকে কৃমিনাশক ওষুধ সেবন করানোর লক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জুয়েল, ইউআরসি ইনস্ট্রাক্টর রনজিৎ কুমার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, শিক্ষক ওবায়দুল মোল্লা, কে সফিকুল ইসলাম প্রমুখ।