৬ষ্ঠ উপজেলা পরিষদে নির্বাচনে ৪র্থ ধাপে সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক পেয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগের ৪ প্রার্থী। এ নির্বাচরে বিএনপি সহ অন্য দলের প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ৪ প্রার্থী মাঠ চোষে রেড়াচ্ছেন। বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ইমরুল হোসেন তালুকদার ইমন দোয়াত কলম প্রতিক নিয়ে উপজেলা এপ্রান্তে থেকে ঐ প্রান্তে ছুটি বেড়াচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদি আলমাজি জিন্নাহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চলেছেন। সাবেক উপজেলা ছাত্রীলীগের সভাপতি, মানবাধিকার উন্নয়ন কমিশনের সভাপতি ও উপজেলা ইট ভাঁটা মালিক সমতির সভাপতি গোলাম হোসেন শুভন সরকার গত নির্বাচনে হারার পর থেকেই মাঠে রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন। সরকার অটো ব্রিকস্্ এর স্বত্তাধিকারী শুভন সরকার মসজিদ, মন্দির, মাদ্রাসা, ঈদগা, শ্বশানঘাটসহ এমনকোন ধর্মীয় প্রতিষ্ঠান নেই যে, শুভন সরকারের ইটের ছোঁয়া পায়নি। এই মুহুর্তে ভোটারের মুখে মুখে শুভন সরকারের ঘোড়া প্রতিকের জয় জয়কার শোনা যাচ্ছে। চা-দোকান থেকে মুদিখানা, প্রতিটি আড্ডার স্থলে আলাপ চারিতায় উঠে আসে শুভন সরকারের ঘোড়া প্রতিকের জয়ের আলোচনা। সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী চা-দোকানে ভোটের আলাপচারিতায় আবুল কালাম নামের এক ভোটার বলছিলেন যদি মসজিদ, মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠান কথা বলতে পারতো তবে ভোটের দিন লাটি নিয়ে দাবার ধরতো এখনো ভোট দিতে যাসিনাই, তাড়াতাড়ি যা শুভন সরকারের ঘোড়া মার্কায় ভোট দিয়ে আয়। বৃহস্পতিবার ঘুড়কা বাজার এলাকায় গণসংযোগে আসেন শুভন সরকার। গাড়ি থেকে নামার সাথে সাথেই মহরম নামের একজন ভোটার শ্লোগান দিয়ে উঠেন আমাদের নিক্সচন আই.......লোরে।