গত বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে "পরিবার সম্মেলন" কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, নিরাপদ মাতৃত্ব, ANC, PNC, প্রসব পরিকল্পনা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ও আদর্শ পরিবার গঠনের লক্ষে ২৫টি পরিবারের সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আবু তাহের মো. সানাউল্লাহ নুরী, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, পঞ্চগড় এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালক, দেওয়ান মোর্শেদ কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, আসমা হাসান, আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাশেদ মেনন (এমিসএইচ-এফিপ) এর সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোছাঃ রতœা আক্তার। শেষে আদর্শ পরিবার বিষয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়।