সদ্য অনুষ্ঠিত দ্বিতীয়ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার হিজলা উপজেলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করেছে নির্বাচিত চেয়ারম্যানের সমর্থকরা।
বৃহস্পতিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আহত আবদুল বারেক (৪০) জানান, তিনি উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর চিংড়ি মাছ মার্কার সমর্থক ছিলেন। গত ২১ মে ভোটের দিন দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চর দূর্গাপুর গ্রামের মাদ্রাসার সামনে পেয়ে বিজয়ী চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপুর সমর্থক মাইদুল গোলদার, আমির হোসেনসহ তাদের সহযোগিরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে সেখান থেকে শেবাচিম হাসপাতালে এনে ভর্তি করেন।