ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলা ২০২৪ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে কৃষি মেলা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা'র সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক ড. নাসরীন আক্তার বানু। মূল্যায়ন প্যানেলের মতামতের ভিত্তিতে কৃষি মেলায় কন্দাল ফসল এর খাবার আইটেম স্টল প্রথম, কন্দাল ফসলের উপকরণ স্টল দ্বিতীয় ও রোগ, পোকা ও আই পি এম তৃতীয় স্থান লাভ করে। আনুষ্ঠানিকভাবে উল্লিখিত স্টলের উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও আদর্শ কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ মে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন।