চট্টগ্রামের হাটহাজারীতে বুদ্ধ জয়ন্তী উৎসব আগামী শুক্রবার (২৪ মে)। হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতি এই উৎসবের আয়োজন করেছে। মহাকারুনিক তথাগত সম্যক সম্বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপ্রয়নের ত্রিস্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পূর্ণিমা এবং ২৫৬৮ বুদ্ধ বর্ষকে বরন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে দিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের একই তিথিতে তিনটি স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ২০০০ সালে জাঁতি সংঘ এই দিনকে আন্তর্জাতিক ভেসাক ডে ঘোষণা করেন। হাটহাজারীর বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যূষিত আটটি গ্রামের ভিক্ষুসংঘ দায়ক সংঘ সম্মিলিত ভাবে প্রথম বারের মত এই উৎসব উদযাপন করতে যাচ্ছে।
হাটহাজারী মডেল সরকারি পার্বতি উচ্চবিদ্যালয় মিলনায়তনে বেলা দুই টায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন আঞ্চলিক সংঘরাজ ধর্মসারথী শাসনানন্দ মহাথের। এতে আর্শীবাদক থাকবেন উপণ্ডসংঘরাজ কর্মযোগী শীলরক্ষিত মহাথেরো। সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ড, জ্ঞানরত্ন মহাথেরো এর সভাপতিত্বে অনু্ষ্িঠত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধী দলীয় উপনেতা সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল, শোয়েব আহমদ খাঁন, পৌরসভার প্রশাসক মনঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। পূবাহ্নে বিশ্ব শান্তি কামনায় মঙ্গলশোভা যাত্রা অনুষ্ঠিত হবে। শুভ বুদ্ধ পূর্ণিমা শীর্ষক সেমিনার। সেমিনার মুল প্রবন্ধ উপস্থাপন করবেন, অধ্যাপক শিমূল বড়ুয়া। আলোচক থাকবেন একুশে পদক প্রাপ্ত ঔপনাসিক অধ্যাপক হরি শংকর জলদাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বুদ্ধিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.বিধান চন্দ্র বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভদন্ত দীপানন্দ মহাথের, ড.দেবপ্রিয় মহাথেরো, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, সংঘমিত্র মহাথের, ভদন্ত সুপাল বংশ ভিক্ষু, এম বোধিমিত্র থেরো, ভদন্ত শান্ত দর্শী ভিক্ষু। সম্মানিত অতিথি থাকবেন মদন মোহন বড়ুয়া (জোবরা), বাদল বড়ুয়া (গুমানমর্দ্দন), উদয়ন মুৎসুদ্দি (গুমানমর্দ্দন), প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া, (গুমানমর্দ্দন) শিক্ষক প্রদীপ কুমার বড়ুয়া, (গুমানমর্দ্দন), দীপাল বড়ুয়া প্রতিষ্ঠাতাও চেয়ারম্যান ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশন, ডাঃ এন কে বড়ুয়া (মীরেরখীল), ডাঃ সুভাষিত চৌধুরী (বিশ্বশান্তি প্যাগোডা), হীরাধন বড়ুয়া (উদালিয়া), অনুপম বড়ুয়া সাধারণ সম্পাদক হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদ, দীপন কান্তি চৌধুরী (মির্জাপুর), শ্যামল কান্তি বড়ুয়া (বিশ্ব শান্তি প্যাগোডা), তপন কুমার বড়ুয়া (মাদার্শা), সত্যজিত বড়ুয়া (গুমানমর্দ্দন), বিশ্বজিৎ বড়ুয়া (জোবরা), শিক্ষক শিমুল বড়ুয়া (বালুখালী), দীপুল বড়ুয়া (রুদ্রপুর), দীপংকর বড়ুয়া, বাপ্পা (মীরেরখীল)। প্রধান সমন্বয়কারীর বক্তব্য প্রদান করবেন শিক্ষাবিদ প্রশান্ত কুমার বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করবেন ভদন্ত ড.বুদ্ধপাল মহাথেরো। ধন্যবাদ জ্ঞাপন করবেন শিক্ষক তপন কান্তি বড়ুয়া (মাদার্শা)। এই মহতী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ড.বুদ্ধপাল মহাথেরো অনুরোধ জানিয়েছেন।