চাঁদপুরে ২১ মে ২০২৪ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন-চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপুমনি'র বিদ্রোহী গ্রুপের অ্যাডঃ মো. হুমায়ুন কবির সুমন (ঘোড়া), হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী ও শাহরাস্তি উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন পাটোয়ারী। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ তিন উপজেলার ২৮৭টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৬ জন প্রার্থী। রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার বশির আহমেদ। ফলাফল ঘোষণায় সহযোগিতায় ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসির ইকরাম। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে মো. হুমায়ুন কবির সুমন ৫০ হাজার ৪৯৫ পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই মো. আইয়ুব আলী বেপারী পেয়েছেন ৩৫ হাজার ৩৫৩।ভাইস চেয়ারম্যান পদে নুরুল হায়দার সংগ্রাম (টিউবওয়েল) ও রেবেকা সুলতানা মুন্না (পদ্মফুল) জয়ী হয়। হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৮৮টি ভোট কেন্দ্রের মধ্যে মো. হেলাল উদ্দিন ২৬ হাজার ৫৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে কামরুজ্জামান সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও রাবেয়া আক্তার (প্রজাপতি) বিজয়ী হয়েছেন। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ৬৫টি ভোট কেন্দ্রের মধ্যে মকবুল হোসেন পাটোয়ারী ৩২ হাজার ৬৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ওমর ফারুক পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয় ইমদাদুল হক (চশমা) ও হাছিনা আক্তার (প্রজাপতি)। এদিকে, নির্বাচিতদের চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।