তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার আগৈলঝাড়া উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে হিন্দু অধুষ্যিত ওই উপজেলার দোয়াত-কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি অভিযোগ করে বলেন, তার সমর্থনে মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্নস্থানে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে কর্মী-সমর্থকরা মাইক নিয়ে প্রচারনা করছিলো। সন্ধ্যা সাতটার দিকে রত্মপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় প্রচারনার সময় প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী আবদুর রইচ সেরনিয়াবাতের আনারস মার্কার অফিস থেকে কয়েকজন যুবক পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে প্রচারনার গাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা প্রচারগাড়িতে থাকা কর্মী আমিনুল ইসলাম, বিধান সরকার, বিশেস্বর হালদার ও চালক হরশিত বেপারীকে পিটিয়ে রক্তাক্ত জখমসহ মাইক ও গাড়ি ভাঙচুর করে। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকে তার কর্মী-সমর্থকদের বিভিন্নধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন অব্যাহত রাখা হয়েছে। এতে করে সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।
হামলার অভিযোগ অস্বীকার করে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুর রইচ সেরনিয়াবাত বলেন, হামলার ঘটনার সাথে আমার কোন কর্মী সমর্থকরা জড়িত নেই। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।