যশোরের তিন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ভোটে শার্শা উপজেলায় সোহরাব হোসেন (দোয়াত-কলম) ,চৌগাছায় এসএম হাবিব (আনারস),ও ঝিকরগাছায় মনিরুল ইসলাম (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত নানা ধরনের শঙ্কা বিরাজ করছিল। বিশেষ করে শার্শায় ছিল টানটান উত্তেজনা। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি। কিন্তু শেষ পর্যন্ত কোনো উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে, ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। সহিংস ঘটনা না ঘটায় শেষ পর্যন্ত স্থানীয় লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
শার্শায় উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন। তিনি দেয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুজ্জামান আনারস প্রতীকে ১২ হাজার ২৯১ ভোট পেয়েছেন। অপর প্রার্থী আবদুল মান্নান মিন্নু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯২৯ ও ইব্রাহীম খলিল ঘোড়া মার্কায় পেয়েছেন এক হাজার ৭৯১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আবদুর রহিম সরদার। তিনি তালা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মন্টু চশমা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৫৯ ভোট, অপর প্রার্থী শাহরীন আলম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮৬৬ ও তরিকুল ইসলাম টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২১৪ ভোট।
এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীমা খাতুন। তিনি কলস প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলেয়া ফেরদৌস হাঁস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭২৯ ভোট।
চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান (প্রতীক আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান (মেটরসাইকেল) পেয়েছেন ২৮ হাজার ৯৮০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন (হাঁস) ২৬ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকলিমা খাতুন লাকি (কলস) পেয়েছেন ১৫ হাজার ৩৯০ ভোট। এর আগে ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা যায়। দু’একটি কেন্দ্রে কিছু ভোটার দেখা গেলেও তার বেশিরভাগই ছিল নারী। ভোটকেন্দ্রে আঙ্গুলের ছাপ ওঠেনি এমনও তথ্য পাওয়া গেছে।
সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল ৯ টায় পৌরসভার শাহাদৎ পাইলট মাধ্যমিক কেন্দ্রে গিয়ে দেখা যায় দু’একজন করে নারী ভোটার আসছে। ভোট দিয়ে নীরবে কেন্দ্র ছেড়ে যাচ্ছে। ভোটাররা জানান, বুথের সংখ্যা বেশি হওয়ায় লাইন তৈরি হয়নি। যে যার মতো পৃথক বুথে ভোট দিয়ে চলে যায়। নির্বাচনে কোথাও বড় ধরনের সহিংস ঘটনা ঘটেনি। প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১ লাখ ৯৯ হাজার ৪২৮। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৬৫ ও মহিলা ভোটার ৯৮ হাজার ৩৬৮। মোট ভোট কেন্দ্র ৮১ ও বুতের সংখ্যা ছিল ৫৭৮টি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য দু’প্লাটুন বিজিবি ৪৯৭ জন পুলিশ, ১৮ জন্য আনসার সদস্য, ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৪৩ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী লুবনা তাক্ষী দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৩৯ ও রেজাউল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ৯১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গ্রামের কাগজের ঝিকরগাছার স্টাফ রিপোর্টার সৈয়দ ইমরানুর রশীদ। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান মিন্টু তালা প্রতীকে ১৭ হাজার ৯৫৬ ও ইদ্রিস আলী বিশ্বাস টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১১৭ ভোট। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা কলস প্রতীকে ২৪ হাজার ৪৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা খাতুন হাঁস প্রতীকে ১৬ হাজার ৪৮২, সাহানা আক্তার ফুটবল প্রতীকে ১৪ হাজার ৩৯৫ ও আছিয়া খাতুন পদ্মফুল প্রতীকে ৮ হাজার ৭৪০ ভোট পেয়েছেন।