পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। তিনি ঘোড়া প্রতীকে ২৮হাজার ২৬ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী প্রাথী আনারস প্রতীকে হাবিব আল আমিন পেয়েছেন ২৩ হাজার ১ শত ৮ ভোট।
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহরিয়ার নজির এ ফলাফল ঘোষণা করেন। উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে দেব নারায়ন রায় টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৫ শত ৪৩ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাইলী বেগম কলস প্রতীকে ৩৪ হাজার ৫শত ৪৭ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।