যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আনারস প্রতীকে মনিরুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন সৈয়দ ইমরানুর রশিদ চশমা প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা কলস প্রতীকে নির্বাচিত হয়েছেন।
ঝিকরগাছা উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম আনারস প্রতীকে ৪০ হাজার ৬৪৩ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৪৪৩ ভোট পেয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইমরানুর রশিদ চশমা প্রতীকে ৪১ হাজার ১৪৯ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান মিন্টু তালা চাবি প্রতীকে ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা কলস প্রতীকে ২৪ হাজার ৪৬৭ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা খাতুন হাঁস প্রতীকে ১৬ হাজার ৪৮২ ভোট পেয়েছেন।
১১০ টা ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল শতকরা ২৪:৬১ ভাগ। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১১৮ জন।