নীলফামারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা হল সৈয়দপুর। বহু ভাষাভাষির মানুষের বসবাস এ শহরে।
এ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কা নিয়ে ৩২ হাজার ৩শ ৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন রিয়াদ আরফান সরকার রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল হোসেন সরকার আনারস মার্কা পেয়েছেন ১৮ হাজার, ১শ ৭২ ভোট।
ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু ( চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা বেগম লাকী ( পদ্মফুল) নির্বাচিত হয়েছেন।
এ উপজেলায় ভোট। ৫টি ইউনিয়ন ও প্রথম শ্রেণীর একটি পৌরসভা মিলে নির্বাচনী এলাকা।
মোট ভোটার সংখ্যা ইউনিয়ন ও পৌরসভা মিলে
২ লাখ ১৭ হাজার ৯শ, ৯৬ জন।
সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। অত্যন্ত সুষ্ঠু ও শৃংখলার মধ্যদিয়ে নির্বাচন সম্পন্ন হয়।