খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউনিয়ন পরিষদে উন্মূক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এ- কলেজ মাঠে উন্মূক্ত বাজেট সভা হয়। বেসরকারী এনজিও ডরফ ইভলভ প্রকল্প এর সার্বিক সহযোগীতায় ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ার্দ্দার সভাপত্বিতে ৬ কোটি ১৪ লক্ষ ৫২ হাজার ৮শত ৮২ টাকা বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আঃ গণি গাজী। ইভলভ প্রকল্পের সমন্বয়কারী উপজেলা প্রতিভা বিকাশ সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী, সংরক্ষিত ইউপি সদস্য ছখিনা বিবি, কাকলি বিশ^াস, রাজিয়া সুলতানা, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, দফাদার দিলিপ বিশ^াস ও মা সংসদ এর সদস্য শংঙ্করী দাশ প্রমুখ। ২০২৪-২৫ অর্থ বছরের প্রাপ্তি ৬,১৪,৫২,৮৮২ টাকা, খরচ ৬,১১,০৭,২৫৭ টাকা ও সমাপনী স্থিতি ৩ লাখ ৪৫ হাজার ৬২৫ টাকা দেখানো হয়েছে। ইউপি সদস্যরা বক্তব্যে উল্লেখ করেন ইউনিয়নের গ্রামীণ রাস্তা ও কালভার্ট ভঙ্গুর ও সরু ফলে চলাচলসহ পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। সুয়েপ পানির সমস্যা তো আছেই। সাংবাদিক মিন্টু উন্মুক্ত বাজেট সভায় জলবায়ু পরিবর্তনের ফলে বিরূপ প্রভাব রোধে বৃক্ষরোপন প্রক্রিয়া স্বচ্ছতায় বাজেটে বরাদ্দ ব্যবহার করা সহ আগামীতে উন্মূক্ত বাজেট সভা ব্যাপক প্রচারের দাবী করেন। সভায় উপস্থিত ছিলেন ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভিন, অন্যান্য ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।