৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন পঞ্চগড়ের বোদা উপজেলায় মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা হতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৪ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। জেলা পুলিশ সুপার সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, এই উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ বিশৃঙ্খলা ঘটানোর চেষ্ঠা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহরিয়ার নজির বলেন, অপ্রতিকর কোন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচনে ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ১৭২ জন। এখানে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন, ভাইস চেয়ারম্যান পদ ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ ৩ জন। ভোট গ্রহণ শেষে ভোটার উপস্থিতি ৪৬.২৫% হয়েছে বলে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সুত্রে জানা গেছে।