বগুড়ার নন্দীগ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শামীম আকন্দ (২৩) উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলীয়া গ্রামের এমদাদুল হক আকন্দের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু সোমবার দুপুরে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। তখন শামীম আকন্দ তার মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে এসে বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। এরপর শিশুটি বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।