কয়রায় সেভ দ্যা গার্ডেন অব চিলড্রেন প্রকল্পের অবহিতকরন সভা গতকাল ২১ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও আলোকিত চারি এই অবহিতকরন সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অসিয়ার রহমান তম্ময়, আলোকিত চারির নির্বাহী পরিচালক মিঠুন দাস কাব্য, বেদকাশি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবদুল মাজেদ,কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম রেজাউল করিম, শিক্ষার্থী চন্দিকা রানী মন্ডল প্রমুখ। প্রকল্প অবহিতকরন সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।