চতুর্থ বা শেষধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার বানারীপাড়া, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায় আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ তিনটি উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা ২৯ জন প্রার্থী প্রতীক পেয়েই গত দুইদিন থেকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাবুগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্ধীতা করা মুক্তিযোদ্ধার সন্তান ফারজানা বিনতে ওহাব আনারস ও সাবেক চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন কাপ পিরিচ। ভাইস চেয়ারম্যান পদে ইকবাল আহমেদ টিউবওয়েল, ওবায়দুল হক জুয়েল তালা ও হাদিসুর রহমান খান লাঙল। নারী ভাইস চেয়ারম্যান পদে আলোচিত নারী নেত্রী মৌরিন আক্তার আশা হাঁস ও সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।
বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক দোয়াত কলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা মোটরসাইকেল। ভাইস চেয়ারম্যান পদে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাত সুমন টিউবওয়েল, আজিজুল ইসলাম মাইক, ইকবাল হোসেন বই, নুরুল হুদা উড়োজাহাজ, সুলতান সিকদার চশমা ও শরীফ উদ্দিন তালা। নারী ভাইস চেয়ারম্যান পদে ঝুমুর খানম প্রজাপতি, নাজনিন হক ফুটবল, বিলকিস পদ্মফুল, সাবিনা ইয়াসমিন কলস ও নাজমিন জাহান পলি হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।
উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আবদুল মজিদ সিকদার বাচ্চু মোটরসাইকেল, আবুল কালাম আজাদ আনারস, হাফিজুর রহমান ইকবাল কাপ পিরিচ ও সুখেন্দ শেখর বৈদ্য দোয়াত কলম। ভাইস চেয়ারম্যান পদে অপূর্ব কুমার বাইন টিউবওয়েল, এবিএম মিজানুর রহমান সবুজ মাইক ও রফিকুল ইসলাম তালা। নারী ভাইস চেয়ারম্যান পদে সীমা রানি শীল কলস ও মোর্শেদা পারভিন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমরা অতীতের মতো বদ্ধপরিকর। তিনি আরও জানান, এবারের নির্বাচনে বানারীপাড়ার আটটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন। উজিরপুরের নয়টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২২ হাজার ২৫৭ জন। বাবুগঞ্জের ছয়টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন।