রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার নদীবেষ্টিত হিজলা ও মুলাদীর ভোটকেন্দ্রে ছিলো নারী ভোটারদের সরব উপস্থিতি। মঙ্গলবার সকাল আটটা থেকে একযোগে এ দুই উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত।
সরেজমিনে দেখা গেছে, সকালের প্রথম দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি কম থাকলেও মুলাদীর অধিকাংশ কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। একই অবস্থার কথা জানিয়েছেন পার্শ্ববর্তী হিজলা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণকারী সংবাদকর্মীরা।
মুলাদীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেন, জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের ফলে কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ নেই। এ ছাড়া হিজলা ও মুলাদী উপজেলায় দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রইকিং ফোর্স হিসেবে কাজ করছে।
জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম বলেন, নির্বাচন কেন্দ্রীক সহিংসতারোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। তিনি আরও বলেন, দুই উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে ১৪শ’ পুলিশ সুষ্ঠু ভোটের লক্ষ্যে কাজ করছে। এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), নৌ পুলিশ, আনসার, কোস্টগার্ডের পাশাপাশি অন্তত ৪০টি মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি দুই উপজেলার ১২১টি কেন্দ্রের মধ্যে ৭৩ কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, হিজলা ও মুলাদী উপজেলায় একজন করে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে। আর এ দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ পাঁচ হাজার ১৬৯। যারমধ্যে ১ লাখ ৪৮ হাজার ১৪১ জন নারী ভোটার।