পিরোজপুরের নাজিরপুর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল) নির্বাচিত হয়েছেন রমেন্দ্রনাথ মন্ডল। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে থেকে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের যুগল কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা দক্ষতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, এবং স্কুল পরিচালনার দক্ষতা সহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন। রমেন্দ্রনাথ মন্ডল উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের শ্রী কেশব লাল মন্ডলের ছেলে। তিনি উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও নাজিরপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিকপরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বরিশাল বি এম কলেজ থেকে বি এ অনার্স এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষযয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। জানা যায়, তিনি অত্র বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। রমেন্দ্রনাথ মন্ডল জানান, অত্র বিদ্যালয়ে ১৯৯৪ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এরপর ২০১৫ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করে আসছেন।