মাগুরা সদরের বড়কড়ি গ্রামে নিজের বাড়ির উঠান থেকে হাফিজুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার,আটক ২ জন।
পুলিশের ধারণা বাড়ির পাশের একটি জায়গায় তাকে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম হাফিজার লস্কর (৫০)। সে সদর উপজেলার মঘি ইউনিয়নের বড়খড়ি গ্রামের বাসিন্দা।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতের যেকোন সময় ভোতা কোন অস্ত্র এর আঘাতে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। যে বাড়ির সামনে রক্ত পড়ে থাকতে দেখা গেছে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই বাড়ির দুই সহোদরকে আটক করেছে পুলিশ। নিহতের ময়নাতদন্তে প্রস্তুতি চলছে।