সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে মাগুরার মোহাম্মদপুর এবং শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা বাড়তে শুরু করেছে। ভোটকে নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
মোহাম্মদপুর উপজেলায় ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আবদুল মান্নান আনারস এবং কবিরুজ্জামান কবিরের শালিক পাখি মার্কার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা করছেন ভোটাররা।
অন্যদিকে শালিখায় ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শ্যামল কুমার দে এবং রেজাউল ইসলামের মধ্যে মূল প্রতিদ্বন্দিত হওয়ার সম্ভাবনার কথাও বলছেন ভোটাররা।
মোহাম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের ৬৪ টি ভোট কেন্দ্রে এক লাখ ৮১ হাজার ৩৬২ জন ভোটার এবং শালিখা উপজেলার ৭টি ইউনিয়নের ৫৪ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৪৪ হাজার ২৫৫ জন ভোটারের জন্য ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
বাইট-মোঃ কবিরুজ্জামান, চেয়ারম্যান প্রার্থী, মোহাম্মদপুর উপজেলা পরিষদ, মাগুরা।
বাইট-মোঃ কলিমুল্লাহ বাইট-,অতিরিক্ত পুলিশ সুপার, মাগুরা।
তারিখ ২১ই মে