সোমবার রাতে যশোরের ঝিকরগাছায় প্রিজাইডিং অফিসার কে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের পক্ষে ম্যানেজ করতে গিয়ে ভ্রাম্যমান আদালত ৬ হাজার টাকা জরিমানা করেছেন। এরা হলেন - যশোর জেলা পরিষদ সদস্য এবং ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু। ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার রাত অনুমান দশটার দিকে জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পি এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু ঝিকরগাছা পাইলট গার্লস স্কুল ভোট কেন্দ্রে প্রবেশ করেন। তারা সেখানে উপস্থিত প্রিজাইডিং অফিসার কে ম্যানেজ করার চেষ্টা করেন। এ সময় প্রিজাইডিং অফিসার স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাইলে তাদেরকে আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৩ হাজার টাকা করে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে রাত সাড়ে ১১ টায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, প্রিজাইডিং অফিসার কে প্রভাবিত করার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।