ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধে জের ধরে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার হয়ে আহত হয়েছেন নারীসহ একই পরিবারের ৫ জন।ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। আহতদের চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে,উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের অনুপ কুমার গোলদারের সাথে একই এলাকার স্কুল শিক্ষক অনুপম রায় এর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সোমবার বিকেলে ওই জমিতে থাকা একটি গোডাউন ঘর খুলে অনুপ কুমার গোলদার পরিস্কার করছিলেন। এ সময় বিবাদী অনুপম রায় আকর্ষিক ভাবে ঘরের ভিতর ঢুকে অনুপ কে ঘর পরিস্কার করতে বাঁধা দিয়ে ঘর থেকে বের করে দেয়।
এ পর্যায়ে অনুপম রায় তার বাড়িতে খবর দিয়ে ছেলে ধ্রুব রায়,ভাই শান্তনু রায়,ভাইপো অপু রায় ও তপু রায়,ভাইঝি আঁখি মন্ডলসহ অন্যানদের সাথে নিয়ে অনুপ গোলদারের বাড়ির ঘরের মধ্যে ঢুকে তার স্ত্রী বিউটি রায়,বোন শিপ্রা মন্ডল,অর্জুন রায়, প্রমিলা রায় ও অনুপ গোলদারকে বেধড়ক মারপিট করে আহত করে এবং বিউটির গলায় থাকা স্বার্ণালংকার ছিনিয়ে নেয়।
স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করে।
অভিযোগের বিষয়টি জানতে চাইলে অনুপম রায় বলেন,ওদের কে মারপিট করার অভিযোগ সঠিক নয়। বরং ওরা আমাকে মেরেছে।
এ বিষয়ে আহত অনুপ গোলদার বলেন, আমরা আগে হাসপাতলে চিকিৎসা নিচ্ছি।পরবর্তিতে আইনের আশ্রয় নিবো।