‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’ এই স্লেগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বিএসটিআই রংপুরের সহযোগিতায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২০ মে) সকাল ১১ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উপপরিচালক ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন এবং রংপুর জেলা ক্যাবের সভাপতি মোঃ আবদুর রহমান, রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতি সভাপতি আলহাজ¦ নুরুল হক মুন্না সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিমাপ যেন সঠিক পাওয়া যায় সে লক্ষ্যে মানুষের সচেতনতা বৃদ্ধিতে ব্যপক প্রচারনা চালাতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করতে হবে এবং সেক্ষেত্রে সকলের সহযোগীতা প্রয়োজন। খাবারের মান যথাযথ হওয়ার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।