২০২১ সালের বাংলা একাডেমি থেকে প্রবন্ধ ও গবেষক হিসেবে পুরস্কার প্রাপ্ত হোসেন উদ্দিন হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ মে) বিকেল আনুমান সাড়ে ৪ টার দিকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২১ মে) জোহরবাদ জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সোমবার বিকেলে সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেনের স্ত্রী হাসিনা আক্তার জানান, তিনি বেশ কিছুদিন ধরে হার্ট, কিডনি, লিভার, ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ১৩ মে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২০ মে) যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর তিনি স্ত্রী, ২ পুত্র এবং ২ কন্যাসন্তান রেখে গেছেন। মঙ্গলবার (২১ মে) জোহরবাদ জানাজার শেষে পারিবারিক কবরস্থান ঝিকরগাছা পৌর সদরে কৃষ্ণনগর গ্রামে দাফন করা হবে।
কবি, লেখক, সাহিত্যক,গবেষক হোসেন উদ্দীন হোসেন ২০০৬ সালে টপ হান্ড্রেড রাইটার্স হিসেবে ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত হন। ২০২১ বাংলা একাডেমি থেকে প্রবন্ধ ও গবেষণায় পুরস্কার প্রাপ্ত হন। ২০১০ সালে তার লেখা "ইদূর- মানুষেরা'র" বইটি ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়। তার লেখা কয়েক'শ বই পাঠক সমাজে বেশ সমাদৃত রয়েছে। তিনি ১৯৪১ সালে ২৮ ফেব্রুয়ারি যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম কলিমুদ্দিনেরএকমাত্র পুত্রসন্তান।