রংপুরের পীরগাছায় সমলয়ে হাইব্রীড জাতের বোরো ধান চাষ করে ভালো ফলনে হাঁসি ফুটছে ৭৫ জন কৃষকের মুখে। প্রতি একরে ৭৫ থেকে ৮০ মন ধান উৎপাদন হওয়ায় খুশি কৃষকরা। উপজেলার চন্ডিপুর এলাকায় কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে শস্য কর্তনের উদ্বোধন শেষে এমন ফলন দেখা যায়। সোমবার দুপুরে শস্য কর্তনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতিসাম প্রীতি, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল লতিফ, কৃষক ছাদেকুর রহমান, আজাদুল ইসলাম প্রমুখ।
২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় স্থাপিত সমলয়ে ৭৫ জন কৃষকের ৫০ একর জমিতে হাইব্রীড জাতের বোরো ধান চাষ করা হয়। সোমবার ধান কর্তন করে প্রতি একরে ৭৫ থেকে ৮০ মন ধান পাওয়া যায়। কৃষক আজাদুল ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বীজ, রোপন, সার-পানি দেয়া হয়েছে। এখন কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তন করে দেয়া হলো। এতে করে কৃষকরা বেশ লাভবান হবে। আগামী দিনে এ পদ্ধতিতে চাষাবাদ বাড়বে বলে আশা করেন কর্মকর্তাগণ।