রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদক ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়েছে। সোমবার দুপুরের ওই অভিযানে এক দালালকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ড প্রদান করেন রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় রংপুর দুুদকের উপণ্ডপরিচালক মোঃ শাওন মিয়া উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন থেকে দালালদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় দুদক ও জেলা প্রশাসনের উদ্যোগে। এ সময় নগরীর দর্শনা এলাকার দিপন চন্দ্র (৩০) নামে এক দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।