ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মেলা শেষ হবে আগামী ২২ মে বুধবার বিকাল ৪ টায়। মেলা উপলক্ষে সোমবার দুপুরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্জু রানী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁঞা, পাট কর্মকর্তা ফজলুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লবসহ কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা- কর্মচারী ও আদর্শ কৃষকগণ প্রমুখ। উদ্বোধনী শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন কৃষি মেলায় স্টলগুলো পরিদর্শন করেন। দেশকে খাদ্যে স্বনির্ভর করতে কৃষি বিভাগ ও কৃষকের নিরলশ প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। এ বিষয়ে গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, কৃষকদের আধুনিক কৃষির সাথে পরিচয় করাতে এবং তাদের আধুনিক কৃষিনির্ভর করে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে ছিল কন্দাল ফসল ব্যবস্থাপনা স্টল, খাদ্য প্রক্রিয়াজাত করন স্টল, জৈব কৃষি ও জৈব বালাই নাশক স্টল। এবারে ৩ দিন ব্যাপী এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ৬ টি প্রদর্শনী স্টল রয়েছে। মেলাটি সফল করতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা এবং কর্মচারী ও আদর্শ কৃষকরা কাজ করেছেন।