৬ষ্ঠ ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। মতবিনিময় সভায় তিনি নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোটারদের উৎসাহিত ও উপস্থিতি করা এবং নির্বাচনের আচরণবিধি প্রতিপালনের উপর গুরুত্বারোপ করেন।
নির্বাচন কালে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ১৪ ইউনিয়নে ১৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব বিজিবি, পুলিশ, আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে বলে তিনি জানান। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবদুর রহিম, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তপন কুমার সিংহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মুনিমুর রহমান নয়ন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী গাজী আবদুল হালিম, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ শাহিনুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল লতিফ মোড়লসহ অন্যান সদস্যবৃন্দ ও প্রার্থীর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী বৃন্দ।