সুন্দরবনের গহীন হতে রান্না করা ৯ কেজি হরিণের মাংস সহ ৩ টি নৌকা জব্দ করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা বনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে সোমবার (২০ মে) ভোর ৫ টার দিকে খুলনা রেঞ্জের অধিনস্থ পাটকোষ্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে গহীন সুন্দরবনের গোনসা খাল হতে এ সকল রান্না করা হরিণের মাংস সহ নৌকাগুলো জব্দ করা হয়। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তবে এর সাথে কারা জড়িত রয়েছে সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।