নোয়াখালীর সেনবাগের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোরশেদ আলম (৩৫) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত মোরশেদ আলম সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউপির কাজীরখিল গ্রামের ইউসুফ মিয়াজী বাড়ির আবদুল কাদের প্রকাশ ভাসানীর ছেলে।
সোমবার দাগনভূঁঞার পাকিস্তান বাজারে মোহাম্মদ উল্লা প্রকাশ তালোই বিল্ডিংয়ের রাজমিস্ত্রী হিসেবে কাজ করতে যায় মোরশেদ আলম। দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। মৃত্যুকালে সে স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসন্তান রেখে গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন বীজবাগ ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার ফয়েজ উল্লাহ ভূঁইয়া মিষ্টার।