বরিশালের আগৈলঝাড়ায় টেশনিক্যাল স্কুল এ- কলেজ নির্মাধীন স্থানে সোমবার সকাল ১১ টায় এক গৃহবধূর মৃতুদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে গাছফেলে গাড়ী চলাচল বন্ধসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের ঘর ভাংচুর করেছে। পুলিশ গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে গাড়ী চলাচল স্বাভাবিক করেছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, থানা অফিসা ইনচার্র্জ মো.আলম চাঁদ ও বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস ঘটনাস্থান পরিদর্শণ করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বাইপাস সড়কের ফুল্লশ্রী (ফিলিং ষ্টেশন সংলগ্ন উত্তর পাশে) নির্মানাধীন টেশনিক্যাল স্কুল এ- কলেজের ঠিকাদারী প্রতিষ্ঠান কোহিনুর এন্টার প্রাইজ এর ঘরের পাস থেকেন ফুল্লশ্রী গ্রামের হোটেল ব্যবসায়ী হেমায়েত ফকিরের স্ত্রী চার সন্তানের জননী গৃহবধু নাজনিন বেগম (৩৫) এর লাশ উদ্ধারকরে। কাজ করার জন্য ওই ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কাজ দেখা শুনার জন্য হৃদয় বিশ^াস নামে একজন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হয়। নৈশ প্রহরী হৃদয় রাতে ওই স্থানে না থেকে বাড়িতে ছিলেন। গৃহবধুর মৃতুর জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকেই দায়ী করেছেন।
গৃহবধু শাশুরী শিরিনা বেগম, স্বামী হেমায়েত ফকির বলেন, সোমবার সকাল ১১ টায় নাজনিন বেগম তার ছাগল নির্মানাধীন টেশনিক্যাল স্কুল এ- কলেজের জায়গায় বেধেরাখে। ছাগলের রশি একটি রডের জড়িয়ে যায়। ওইরডে বিদ্যুৎয়াতিত ছিলো তার জানতোনা নাজনিন বেগম। ছাগলের রশি ছাড়াতে গিয়ে নিজেই বিদ্যুৎয়াতি হয়ে পরে। এ সময় নাজনিনের সাথে থাকা ৬ বছরের মেয়ে ফাইজা দেখে ডাকচিৎকার করলে স্থানিয়না পুলিশকে সংবাদদিলে পুলিশ লাশ উদ্ধা করে।
স্থানীয় এনামুল ফকির জানায়, গৃহবধুর মৃত্যুর সংবাদ শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী নামক স্থানে গাছ ফেলে গাড়ী চলাচল বন্ধসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের টিনশেড ঘর ভাংচুর করেছে। ঘটনাশুনে পুলিশ এসে সড়ক থেকে গাছ সরিয়ে গাড়ী চলাচল স্বাভাবিক করেন। একই স্থানে একবছর পূর্বে একই এলকার আবদুর রশিদ ফকির নামে একজনের মৃত দেহ পাওয়া গিয়েছিলো।
এঘটনার পরে ঠিকাদারী প্রতিষ্ঠান কোহিনুর এন্টার প্রাইজ এর মালিকের সাথে বারবার যোগাযোগকরার চেস্টা করে তাকে পাওয়া যায়নি বলে তার বক্তব্য দেয়া সম্ভব হয়নাই। উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, চার সন্তানের জননী গৃহবধূ নাজনিনের মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। তার পরিবারকে উজেলা প্রশাসনের পক্ষথেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। গৃহবধু মৃতুতে কারো অবহেলা ও দায়িত্ব হিনতা থাকলে তা আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আগৈলঝাড়া থানা অফিসা ইনচার্র্জ মো.আলম চাঁদ বলেন, গৃহবধূর মৃত্যুতে তার পরিবারে কোন মামলা করবেনা তাই। লাশে ময়না তদন্ত ছাড়া দফনা করা হয়েছে।