২১ মে মঙ্গলবার ষষ্ঠ কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের মাঠে রয়েছেন এক ব্যতিক্রমী প্রার্থী বই মার্কার আলহাজ¦ হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রতিনিয়তই নিজের কন্ঠে কোরআন তেলাওয়াত, গজল রেকর্ডিংয়ের মাইকিং প্রচার হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সব প্রার্থী উঠান বৈঠক, মিছিল, মিটিং সভা-সমাবেশ করলেও তিনি একমাত্র ব্যতিক্রম যখন ইচ্ছে হয়েছে তখন একা বা দুই তিনজন সাথে নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন। অধিক সময় শহরের বাসার ভিতরেই সময় কাটিয়েছেন। তিনি পরিচিত মুখ হওয়ায় তাই তার বাসার সামনে গেলে দেখা গেছে উল্টো দৃশ্য প্রার্থী ভোটারদের কাছে না গেলেও ভোটাররা তার কাছে ছুটে আসছেন দেখা করার জন্য। জানা গেছে, ভোটকেন্দ্রের বাইরে থাকবে না তার কোন ক্যাম্প ও কেন্দ্রের ভিতর এজেন্ট।
হাফেজ মাসুম বিল্লাহ তিনি পেশায় একজন সাংবাদিক, সমাজকর্মী, ধার্মিক মানুষ করোনা মহামারীর সময় তিনি করোণা আক্রান্ত বহু রোগীকে গোসল করিয়েছেন জানাজা পরিয়েছেন এবং দাফন দিয়েছেন। তিনি পারসাতুরিয়া গ্রামের মিয়া বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান তাই প্রতিনিয়তই মানুষের সেবা করে যাচ্ছেন সবসময় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করে থাকেন।
প্রার্থী হওয়ার পরও ভোটারদের দুয়ারে দুয়ারে না যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, শারীরিকভাবে তিনি কিছুটা অসুস্থ এ কারণে মানুষের দুয়ারে-দুয়ারে তার যাওয়া সম্ভব হয়নি। এ কারণে ভোটারই তাকে ভালোবেসে প্রতিনিয়তই তার বাসায় খোঁজখবর নেওয়ার জন্য আসেন। তবে তিনি আশা করেন একজন নামাজী, ধার্মিক ব্যক্তি হিসেবে মানুষজন তার বই মার্কার ভোট দিবে।