নওগাঁর পোরশায় ২১ মে মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপের নির্বাচন উপলক্ষ্যে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পোরশা থানার আয়োজেন সোমবার স্থানীয় নিতপুর সরকারি স্কুল এ- কলেজ মাঠে অনুষ্ঠিত ব্রিফিং এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আরিফ আদনান। এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। ব্রিফিং প্যারেডে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সকল অফিসার ও ফোর্সবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় থানা তদন্ত কর্মকর্তা শাহ্ আলম সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।