আসন্ন ৫ জুন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ শেখ আবুল হোসেন তিনি উপজেলার ২সং দাকোপ ও ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গনসংযোগ ও কুশল বিনিময়ের মাধ্যমে ভোটারদের সমর্থন, আশির্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ¦ শেখ আবুল হোসেন তিনি গতকাল ১৯মে রোববার দিনব্যাপী উপজেলার ২নং দাকোপ এবং ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের সিটিবুনিয়া ব্রীজ, দক্ষিণ দাকোপ শ্মাশন কালি বাজার, ভুটেমারী, দোলখোলা, বোর্ডবাড়ি এলাকায় নির্বাচনী গনসংযোগ ও ভোটারদের কাছে আসন্ন নির্বাচনে আশিবার্দ, দোয়া প্রার্থনাসহ কুশল বিনিময় করেন। সন্ধায় বোর্ডবাড়ি এলাকায় গনেশ পাগলের মেলায় সন্মনিত অতিথির বক্তৃতা করেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউপি আ.লীগের সভাপতি সরোজিত রায় কুঞ্জ, বাজুয়া ইউপি আ.লীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু, ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, নিমাই চাঁদ দাস, দাকোপ ইউপি আ.লীগের সভাপতি ক্ষিতিষ চন্দ্র রায়, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত সরকার দেবু, দাকোপ ইউপি সদস্য শেখর চন্দ্র সরদার। বিভিন্ন গনসংযোগ ও কর্মী সভায় উপস্থিত ছিলেন চালনা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, আবদুল রশিদ গাজী, বিধান চন্দ্র বিশ^াস, দাকোপ ইউপি আ.লীগের প্রকাশনা সম্পাদক গৌতম সরকার কাঁকন, ইউপি সদস্য নূর ইসলাম শেখ, সাবেক ইউপি সদস্য সুভাষ চন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য সুভাষ মন্ডল,সঞ্জিব রায়, মিজান ফরাজী, মনিকা চক্রবর্তী, দেবদাস সরদার, সবুজ সরকার, হাফিজুর রহমান, স্বপন বর্মন প্রমুখ।