রংপুরের পীরগাছায় নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করে নেতাকর্মীদের আগামী ইউপি ও সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকার জন্য নিদের্শ দিয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মনোয়ারুল ইসলাম মাসুদ। গত শনিবার রাত ৮ টায় উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে সল্লার বিল মাঠে তিনি এ ঘোষনা দেন। মনোয়ারুল ইসলাম মাসুদ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে এক হাজার ৮২০ ভোটে পরাজিত হন। তিনি ৪০ হাজার ৯৪৮ ভোট পেয়েছেন। মনোয়ারুল ইসলাম মাসুদ রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হিসেবে রয়েছেন। নির্বাচনের পর নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে মতবিনিময় সভার আয়োজন করেন অন্নদানগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মাষ্টারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, মনোয়ারুল ইসলাম মাসুদের সহধর্মীনি ডাঃ তাবাসুম তানিয়া তনি, অন্নদানগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, অন্নদানগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর ইসলাম, ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আকবর আলী, কর্মী মিলন প্রধান, রাজু মিয়া, রেজাউল করিমসহ অনেকে। মতবিনিময় সভায় মনোয়ারুল ইসলাম মাসুদ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, অল্প ভোটে হারাটা বেদনাদায়ক হলেও কিছু করার নেই। সকলের মনোবল ঠিক রাখতে হবে। আগামী ইউপি নির্বাচনে এবং ২০২৯ সালের সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের ৪০ হাজার ভোটকে ৮০ হাজারে তৈরি করতে হবে। আমি আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে থাকবো।