ক্রীড়া সামগ্রী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস গুডস্ মার্চেন্ট ম্যানুফেকচারার্স এন্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে রাতে রাজধানীর বাইতুল ভিউ টাওয়ার রুপটপ বার্ডস আই রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এমআর শামীম। শুরুতে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন এবং গঠনতন্ত্রের বিভিন্ন ধারা পরিবর্তন ও সংযোজনের প্রস্তাব পেশ করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ চৌধুরী সুমন। এসময় উপস্থিত অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব অনুমোদন করা হয়। সভা সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক এসএম সিরাজদ্দৌলা। এ সময় অ্যাসোসিয়েশনের সকল সাধারণ সদস্যগণ ও ক্রীড়া সামগ্রী ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ক্রীড়া সামগ্রী ব্যবসায়ী ও সাধারণ সদস্যগণ নৈশভোজে অংশ নেন।