নেত্রকোনার দুর্গাপুরে নদীর পানিতে ডুবে নাঈম নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৮মে শনিবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চারিখাল গ্রামের সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু নাঈম ঐ গ্রামের আজমুল মিয়ার ছেলে এবং কৃষক মনোহর আলীর নাতি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংলিষ্ট ইউপি সদস্য আশরাফ উদ্দিন জানান, শনিবার দুপুরে নাঈমের দাদা মনোহর আলী তার গোহালের গরু গোসল করানোর জন্য সোমেশ্বরী নদীতে নিয়ে যান।ঐ সময় কাউকে কিছু না বলে দাদার পেছন পেছন নদীতে চলে যায় শিশু নাঈম। পরে বাড়িতে ফিরে দাদা মনোহর আলী নাঈমের বিষয় জানতে চাইলে তাকে না পেয়ে খোঁজখোঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরবর্তিতে বাড়ির পাশের নদী থেকে মৃত অবস্থায় নাঈমের মরদেহ উদ্ধার করেন তারা। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহ্ফুজ আলম জানান, খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।