নওগাঁর পোরশায় অটোরিকশার ধাক্কায় লালচাঁন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু নিতপুর মনোহরপুরের রুবেলের ছেলে। জানা গেছে, রোববার দুপুরের পরে রুবেল তার ছেলে লালচাঁনকে সাথে নিয়ে কপালী মোড় নামক স্থানে বাজার করার জন্য আসেন। এ সময় তার ছেলে রাস্তা পারাপারের সময় অপরদিক থেকে আসা মাসুদ বিড়ি বহনকারি একটি অটোরিকশা লালচাঁনকে ধাক্কা দেয়। ফলে সে ঘটনা স্থলে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন লালচাঁনকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানা কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন এবং অটোরিকশা সহ তার চালক নওগাঁ সদরের ভিমপুর সোনারপাড়া গ্রামের এলাহী বক্্েরর ছেলে আবুল কালাম (৪৪) আটক করা হয়েছে বলে জানান।