মাগুরা শ্রীপুরের রামচন্দ্রপুর গ্রামে জয়ন্ত মন্ডল নামে এক কলেজ পড়ুয়া যুবক মহানবীর হযরত মুহাম্মদ (সা:) এর বিরুদ্ধে কটূক্তি করায় পুলিশ তাকে দুপুরে আটক করেছে। বিক্ষুপ্ত এলাকাবাসী তার বাড়িতে আগুন লাগাতে গেলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০-১২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা জানান, শ্রীপুরের রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্র মন্ডলের পুত্র জয়ন্ত মন্ডল তার ফেসবুক নবীজিকে নিয়ে কটূক্তি করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ ওই যুবককে তার বাড়ি থেকে আটক করে নিতে গেলে বিক্ষুব্ধ জনতা বাধা দিয়ে সেখানেই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেছে।