হাজীগঞ্জ থানা পুলিশ স্থানীয় বিএনপির দুই নেতাকে আটক করেছে। তারা হলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহিম পাটোয়ারী এবং ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক। এলাকা সূত্রে জানা গেছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন মিয়াজীর আনারস প্রতীকের পক্ষে তারা টাকা বিলি করছিলেন, তাদের কাছ থেকে ব্যাগভর্তি টাকা পাওয়া গেছে।প্রতিপক্ষরা এমন অভিযোগ করেন। ১৮ মে শনিবার দিবাগত রাতে তাদেরকে হাজীগঞ্জ থানা পুলিশ আটক করে। ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে জিজ্ঞাসাবাদের জন্য আবদুর রহিম পাটোয়ারীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশসহ স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ নির্বচনে শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে একাদিক ব্যক্তিকে আটক করে পুলিশ। অপর একটি অসমর্থিত সূত্র দাবী করেছে ওই নির্বাচনে এক প্রার্থীর পক্ষে টাকা বিলিকরনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়। টাকা বিলি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখার বিষয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহিম পাটোয়ারী বলেন, যেখানে আমার দল নির্বাচনে বর্জন করেছে সেখানে আমি কেন টাকা বিলি করতে যাবো। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য আবদুর রহিম পাটোয়ারীসহ কয়েকজনকে আটক করা হয়েছে।