উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বরিশালে এখন পর্যন্ত প্রচার-প্রচারনা, গণসংযোগ ও উঠান বৈঠকে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
প্রতিদিন কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে পাড়া-মহল্লার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে নিজেদের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন এসব নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তারা সহজেই গ্রামের নারীদের সাথে মিশে গিয়ে তাদের মনজয় করছেন। ওয়াদা করাচ্ছেন ভোট কেন্দ্রে এসে নিজের মূল্যবান ভোটটি যোগ্য প্রার্থীকে দেওয়ার জন্য।
খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য সমাপ্ত প্রথমধাপে জেলার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো সবচেয়ে বেশি। এর মূখ্য ভূমিকায় ছিলো ওই দুটি উপজেলার নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে হিজলা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে নাজমা বেগম ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম প্রতিদ্বন্ধীতা করছেন। মুলাদী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ নাদিরা, মাকসুদা আক্তার ও সামিমা নাসরিন প্রতিদ্বন্ধীতা করছেন।
তৃতীয় ধাপের (২৯ মে) নির্বাচনে গৌরনদী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহিদা আক্তার, আইরিন আক্তার ও শিপ্রা রানী বিশ্বাস এবং আগৈলঝাড়ায় মলিনা রানী রায়, হাফিজা ইয়াসমিন, পবিত্র রানী রায় ও মনিকা বাড়ৈ সঞ্চিতা প্রতিদ্বন্ধীতা করছেন।
চতুর্থ ধাপের (৫ জুন) নির্বাচনে বাবুগঞ্জ উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলোচিত নারী নেত্রী মৌরিন আক্তার আশা আহম্মেদ ও রিফাত জাহান তাপসী এবং উজিরপুর উপজেলায় সীমা রানী শীল ও মোর্শেদা পারভীন। বানারীপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে নাজমিন জাহান পলি, ঝুমুর খানম, বিলকিস, সাবিনা ইয়াসমিন ও নাজনীন হক প্রতিদ্বন্ধীতা করছেন।