দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে চলছে বোরো ধান কাটা মাড়ায়। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। গত কাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বোরো চাষিরা শ্রমিক নিয়ে ধান কাটছে এবং মাড়াই করছেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ একর জমিতে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তা অতিক্রম করে ৫ হাজার ৬ শত ৫০ হেক্টোর জমিতে বোরো চাষ হয়েছে। উপজেলার ইশ^রগ্রামের কৃষক ফারুক জানান তিনি এবার ৬ একর জমিতে বোরো চাষ করেছেন, উৎপাদন ভালো হয়েছে কিন্তু বাজারে ধানের দাম কম থাকায় লাভ কম হবে। কৃষক কামাল বলেন, ব্যবসায়ীদের কারণে বাজারে ধানের দাম কম।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহান বীশ বলেন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম বেশি থাকলে কৃষকদের ধানে লাভ হতো বেশি।